রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


লকডাউন না মানলে ঢুকানো হচ্ছে কুকুরের খাঁচায়


প্রকাশিত:
৩ এপ্রিল ২০২০ ১৯:১৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৯

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের মতো ফিলিপাইনেও চলছে করোনা ভাইরাস ঠেকাতে লকডাউন। এই লকডাউন মানা না হলে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

এছাড়া লকডাউন না মানায় ইতোমধ্যে ফিলিপাইনের বিভিন্ন প্রদেশে লোকজনকে আটক করে কুকুরের খাঁচায় পুরে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বেশ কিছু মানবাধিকার সংস্থা।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ফিলিপাইনে লকডাউন না মানার কারণে যুবকদের আটকিয়ে রোদে বসিয়ে রেখে শাস্তি দেয়া হচ্ছে।

করোনা : যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১১৬৯ জনের মৃত্যু

এ বিষয়ে সরকারের সমালোচনা করে ফিলিপাইনের লেগুনা প্রদেশের মেয়র এডগার স্যান লুইস একটি ফেসবুক পোস্টে লেখেন, জরুরি অবস্থার দোহাই দিয়ে মানবাধিকার লংঘন করা ঠিক হচ্ছে না।

ফিলিপাইনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬শ ৩৩ জন। মারা গেছেন ১০৭ জন।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top