রাজশাহী বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪, ৩রা আশ্বিন ১৪৩১


২৯শে আগস্ট: আজকের দিনটির যতসব ঘটনা


প্রকাশিত:
২৯ আগস্ট ২০১৯ ২১:৪১

আপডেট:
২৯ আগস্ট ২০১৯ ২১:৪২

২৯শে আগস্ট। পৃথিবীর ইতিহাসে স্মরণীয় একটি দিন। বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ আছে উল্লেখযোগ্য কিছু ঘটনা।এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল এই দিনটিতে যা যা ঘটেছিল….

 

২৯শে আগস্ট, ১৮৩১ – বিশ্বখ্যাত বিজ্ঞানী মাইকেল ফেরাডে বিদ্যুৎপ্রবাহ আবিষ্কার করেন।

২৯শে আগস্ট, ১৮৩৫ - অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর স্থাপিত হয়।

২৯শে আগস্ট, ১৮৪২ - নানকিন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অ্যাংলো-চীন যুদ্ধ শেষ হয়। চুক্তির শর্ত অনুসারে হংকং ভূখন্ড ব্রিটেনকে লিজ দেওয়া হয়।

২৯শে আগস্ট, ১৮৬২ - নোবেলজয়ী [১৯১১] কবি ও নাট্যকার মরিস মাতেরলিঙ্কের জন্ম।

২৯শে আগস্ট, ১৯০৪ - নোবেলজয়ী [১৯৫৬] জার্মান চিকিৎসক ভারনার ফ্রোসমানের জন্ম।

২৯শে আগস্ট, ১৯১৫ - সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী ইনগ্রিড বার্গম্যানের জন্মদিন।

২৯শে আগস্ট, ১৯৫৩ - সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।

২৯শে আগস্ট, ১৯৫৬ - বাংলাদেশের ঢাকায় খাদ্যের দাবিতে  ‘ভুখা মিছিল’ হয়।

২৯শে আগস্ট, ১৯৬০ - জর্ডানের প্রধানমন্ত্রী হাজ্জা মাজালি আততায়ীর হাতে নিহত হন।

২৯শে আগস্ট, ১৯৮২ - সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী ইনগ্রিড বার্গম্যানের মৃত্যু।

২৯শে আগস্ট, ১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে সংসদ প্রস্তাব গৃহীত হয়।

উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়ের জন্য দিনটি বেশ তাৎপর্যপূর্ণ।

 

আরপি/ আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top