রাজশাহী বুধবার, ১লা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


মসজিদে হামলাকারীদের নিন্দা জানালেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০১৯ ০৩:৫৬

আপডেট:
১ মে ২০২৪ ১৯:৩১

ফাইল ছবি

ইথিওপিয়ার নোবেল জয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদ মসজিদে হামলাকারী ধর্মীয় উগ্রবাদীদের নিন্দা জানিয়েছেন।


রাজধানী আদিস আবাবা থেকে ৩৫০ কিলোমিটার দূরে দেশটির আমহারা অঞ্চলে শনিবার ধর্মীয় উগ্রবাদীরা মসজিদ ও মুসলিমদের ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। খবর রয়টার্সের।

নাশকতায় জড়িত সন্দেহে শনিবার ৫ উগ্রবাদীকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সবাইকে উগ্রপন্থা পরিহার করতে বলেছেন।

সেনাবাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা আবি ২০১৮ সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। আবি নিগৃহীত অরম জাতিগোষ্ঠীর নেতা এবং সরকারবিরোধী আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসেন।

রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতেও ভূমিকা রেখেছেন আবি। দেশটির মন্ত্রিপরিষদের অর্ধেক নারী নিয়োগ দেয়াসহ প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রীও এসেছে তার সময়ে।

২০২০ সালে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়াসহ ‘নতুন ইথিওপিয়া’ উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আবি। বহুধা বিভাজিত দেশটির সব জাতিগোষ্ঠীর প্রতিনিধি নিয়ে রাষ্ট্র পরিচালনায় সমতা আনার কথাও বলেছেন তিনি।

দেশিটির ১১ কোটি মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মুসলমান। ৪০ শতাংশ অধিবাসী খ্রিস্টান। অভিযোগ আছে– পশ্চিমাদের মদদে খ্রিস্টান উগ্রবাদীদের একটি দল মুসলিমদের ওপর হামলা করে আসছে।

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top