মসজিদ থেকে লাখ টাকা দামের জুতা চুরি, থানায় জিডি

মসজিদে নামাজ পড়তে এসে লাখ টাকার জুতা হারিয়ে বিপাকে পড়েছেন পাকিস্তানের শিরাজ বসির নামের এক মুসল্লি। দেশের লাহোরে নামাজের সময় একটি মসজিদের বাইরে থেকে এক লাখ রুপি দামের একজোড়া জুতা চুরি হয়ে গেছে বলে পুলিশকে অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার এআরআইয়ের খবরে এমন অদ্ভুত তথ্য জানা গেছে।
পুলিশের তথ্যানুসারে, গঙ্গা রাম হাসপাতালের কাছেই অবস্থিত একটি মসজিদে নামাজ পড়তে যান শিরাজ বসির নামের এক মুসল্লি। নামাজের পর দেখতে পান, মসজিদ থেকে তারা জুতা জোড়া হাওয়া হয়ে গেছে।
লাহোরের প্রতিরক্ষা অঞ্চলের বাসিন্দা বসির। অসুস্থ আত্মীয়কে দেখতে গঙ্গা রাম হাসপাতালে আসেন তিনি।
এ চুরির ঘটনায় পুলিশে অভিযোগ দিয়েছেন ওই জুতার মালিক। সিসিটিভির ফুটেজ দেখে যাতে চোরকে শনাক্ত করা হয় এবং জুতা উদ্ধার করে তাকে ফেরত দেয়া হয়, অভিযোগে সেই অনুরোধ জানিয়েছেন তিনি। পুলিশ বলছে, এ ঘটনায় তদন্ত চলছে।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: