রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


বেলজিয়ামে বন্ধ মসজিদ খুলে দেয়ার দাবিতে প্রতিবাদসভা


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০১৯ ০৭:১৭

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২৩:২৭

বেলজিয়ামের এন্টারপেন শহরে বন্ধ মসজিদ খুলে দেয়ার দাবিতে প্রতিবাদসভা করেছে বাংলাদেশ কমিউনিটি এন্টারপেনবাসী।


প্রবাসী বাঙালি ও ব্যবসায়ীরা ২০০১ সালে মসজিদটি নির্মান করেছিলেন। এটাতে প্রায় ১৮ বছর ধরে এন্টারপেন শহরের বিভিন্ন দেশের মুসল্লিরা নামাজ আদায় করত।

শুক্রবার (২২ নভেম্বর) কিছু  অভিযোগের ভিত্তিতে এন্টারপেন মহানগরীর পুলিশ মসজিদটি বন্ধ করে দেয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আলী নূর শামীম, তছু মিয়া, বাদল আহমেদ, আহমেদ শামীম (ত্রিপুরা), গোলাম নবী শ্যামল।
বক্তারা বলেন, শত শত মুসল্লি জুমার নামাজ না পরে ফিরে যায়। সকলেই এই মসজিদ খুলে দেয়ার জোর দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, হাফেজ আহমেদ মিঠু, রুবেল, শহিদুল হক, রুবেল, মাসুম পারভেজ, শহিদুল্লা, তাহের খান, আনোয়ার পাটওয়ারী, সুমন, আশিক আহাম্মেদ, আসিফ প্রমুখ।

আরপি/ এএস


বিষয়: মসজিদ


আপনার মূল্যবান মতামত দিন:

Top