রাজশাহী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


প্রেসিডেন্টের পতাকা চুরি করে চাদর তৈরি!


প্রকাশিত:
১ আগস্ট ২০২২ ০৯:২৪

আপডেট:
১৭ মে ২০২৪ ০৮:২১

ফাইল ছবি

শ্রীলঙ্কান প্রেসিডেন্টের বাসভবন থেকে তার পতাকা চুরি করে বিছানার চাদর তৈরি করেছিল দেশটির এক ব্যক্তি। ৯ জুলাই এ চৌর্যবৃত্তির ঘটনা সংঘটিত হয়। পরে ওই ব্যক্তি শ্রীলঙ্কান পুলিশের কাছে আত্মসমর্পণের পরে তাকে আটক করা হয়।

এদিকে অনলাইনের বিভিন্ন মাধ্যমে শেয়ার হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ‘শ্রীলঙ্কান প্রেসিডেন্টের বাসভবন থেকে পতাকা চুরি হয়ে যাওয়ার পরে একজন ব্যক্তি এটাকে বিছানার চাদর হিসেবে ব্যবহার করছেন।’

তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি ট্রেড ইউনিয়ন সংগঠন ‘সমগী সেবক সংঘের’ সাবেক সহ-সভাপতি।

এখন পুলিশ সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে পাওয়া বিবৃতি অনুসরণ করে শ্রীলঙ্কান প্রেসিডেন্টের পতাকা উদ্ধার করবে।

অভিযুক্ত ব্যক্তিকে ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

শনিবার এ বিষয়ে শ্রীলঙ্কান পুলিশ বলেছে, ‘গোতাবায়া রাজাপাকসের প্রাসাদ থেকে দু’টি সরকারি পতাকা নিয়ে সেগুলোকে বিছানার চাদর হিসেবে ব্যবহার করার দায়ে শ্রীলঙ্কার একজন ট্রেড ইউনিয়ন নেতাকে গ্রেফতার করা হয়।’

অন্য এক কর্মকর্তা জানান, ‘আমরা তাকে তার ছেলের তোলা ছবি ও পোস্ট করা ভিডিওগুলো থেকে শনাক্ত করেছি। আরও তদন্তের জন্য অভিযুক্ত ব্যক্তিকে দু’সপ্তাহের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

সূত্র : ডেইলি মিরর, এএফপি

 

আরপি/ এমএএইচ-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top