রাজশাহী রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


অধিকাংশ পুরুষের চাকরিজীবী বউ পছন্দ নয়!


প্রকাশিত:
২৭ জুলাই ২০২২ ০৮:৪৯

আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ০৯:৪৯

চাকরিজীবী নারী বাড়ির বউ হিসাবে পছন্দের তালিকার উপরে নয়। অন্তত ভারতে। এমনই তথ্য উঠে এসেছে অক্সফর্ড বিশ্ববিদ্যালয়ের এক রিপোর্টে।

পাত্র-পাত্রীর সন্ধান দেওয়ার বিভিন্ন ওয়েবসাইটে সকলের গতিবিধির ভিত্তিতেই চালানো হয়েছে গবেষণা। দেখা গিয়েছে, বিয়ের ওয়েবসাইটে নাম লেখানো পুরুষরা সাধারণত এমন নারীর প্রোফাইলে বেশি সাড়া দিচ্ছেন, যারা চাকরিজীবী নন।

সমীক্ষায় দেখা গিয়েছে, যে সকল নারী কোনোদিন বাইরে গিয়ে কাজ করেননি, তাদের প্রোফাইল ১৫-২০ শতাংশ বেশি জনপ্রিয়। দেখা গিয়েছে, ১০০ জন পুরুষের মধ্যে ৭৮-৮৫ জন চাকরিজীবীর প্রোফাইলে যান। অন্যরা যান না। যারা চাকরিজীবীর প্রফাইলে যান, তারাও পরে আগ্রহ দেখান না।

পছন্দের তালিকায় রয়েছেন সেই নারীরা, যারা বিয়ের পর চাকরি ছেড়ে দিতে রাজি। সমীক্ষা বলছে, অধিকাংশ ভারতীয় নারী ৪০-এর মধ্যে বিয়ে করে ফেলেন। তাদের কেউ কেউ বিয়ের আগে নিজেদের কাজ নিয়ে মেতে থাকলেও সংসার করার পর সেদিকেই মন দেন।

 

আরপি/ আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top