রাজশাহী শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ


প্রকাশিত:
২ জুলাই ২০২২ ০০:১৫

আপডেট:
৩ জুলাই ২০২২ ০৩:৪৫

ফাইল ছবি

আগামী ১ নভেম্বর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই সময় পর্যন্ত দেশটির অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করবেন ইয়ার লাপিদ। নাফতালি বেনেট প্রধানমন্ত্রী হওয়ার এক বছরের মাথায় ইহুদি এই দেশটির নতুন নেতা হিসেবে দায়িত্ব নিলেন তিনি। খবর বিবিসির।

গণমাধ্যমটি জানিয়েছে, সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না। আগেই জোটের শর্ত অনুসারে, সরকারের পূর্ণাঙ্গ মেয়াদের অর্ধেক সময় বেনেট ও অর্ধেক সময় লাপিদ প্রধানমন্ত্রী থাকবেন বলে নির্ধারণ করা হয়। সেই হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হবে জোটসঙ্গী ইয়াইর লাপিদের অধীননে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। আগামী ১ নভেম্বর দেশটিতে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে চার বছরের মধ্যে পঞ্চমবারের মতো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইহুদি এই দেশটিতে।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top