জার্মানিতে ট্রেন লাইনচ্যুত, নিহত ৪

দক্ষিণ জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে ৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার (৩ জুন)এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার ট্রেনটি মিউনিখের উদ্দেশে গার্মিশ-পারতেনকিয়েন ছেড়ে যাওয়ার পরপরই (১১:১৫ জিএমটি) দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, লাইনচ্যুত ট্রেনের বগিগুলো দুমড়ে-মুচড়ে একপাশে কাত হয়ে পড়ে আছে।
পুলিশের বরাত দিয়ে রয়টার্স বলছে, আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা অবস্থা গুরুতর। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৬০ জন আরোহী ছিলেন।
পুলিশের মুখপাত্র জানান, পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। তবে নিহতদের মধ্যে চালক আছেন কি না সে বিষয়ে কোনো তথ্য জানানা হয়নি।
ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে উদ্ধারে অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, ট্রেনে আটকে থাকাদের জানালা দিয়ে বের করে আনা হয়েছে।
আরপি/এসআর-০৬
বিষয়: ট্রেন লাইনচ্যুত জার্মানি
আপনার মূল্যবান মতামত দিন: