রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ইমার্জেন্সি ল্যান্ডিং করতে গিয়ে ভেঙে দুই টুকরা বিমান


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২২ ০১:০৮

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৬:১৫

ছবি: সংগৃহীত

ইমার্জেন্সি ল্যান্ডিং করতে গিয়ে বিমান ভেঙে দুই টুকরা হয়ে গেলো। পুরো দুর্ঘটনার ভিডিও ধারণ করা গেছে। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিশ্বব্যাপী জনপ্রিয় জার্মানির ডিএইচএল’র পণ্য পরিবহণকারী একটি বিমানের এই করুণ পরিণতি ঘটে৷ জরুরি অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে পিছলে গিয়ে উল্টো দিকে ঘুরে যায়। ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ৷

ভয়ঙ্কর এই বিমান দুর্ঘনাটি ঘটেছে কোস্টা রিকার সান জোস আন্তর্জাতিক বিমানবন্দরে৷ এই ঘটনার পর সাময়িকভাবে বন্ধ করে দিতে হয় ওই বিমানবন্দরটি।

যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি ৷ পাইলট এবং সহকারী পাইলট অক্ষতই রয়েছেন বলে কোস্টা রিকার দমকল বিভাগের প্রধান হেক্টর চেভস জানিয়েছেন৷

প্রাথমিক চিকিৎসার জন্য গুয়েতেমালার ওই দুই নাগরিককে হাসপাতালে পাঠানো হয়৷ আচমকা ঘটে যাওয়া এই দুর্ঘটনার ফরে বিমানটির পাইলট মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন। কিন্তু তিনি সজ্ঞানেই ছিলেন৷

সান জোসের জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই বৃহস্পতিবার ওই পণ্যবাহী বিমানটি রওনা দিয়েছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে মিনিট পঁচিশের মধ্যেই ওই বিমানবন্দরেই ফিরে আসতে বাধ্য হয় বিমানটি। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে জরুরি অবতরণের অনুমতি চান পাইলট।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ বোয়িং-৭৫৭ বিমানটি জরুরি অবতরণের চেষ্টা করে ৷ তখনই রানওয়ে থেকে পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি৷ দুর্ঘটনার জেরে সন্ধে ছয়টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ রাখতে হয়। বিমানবন্দরে রানওয়ে সাফসুতোর করে পরে বিমান ওঠানামার কাজ শুরু হয়।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top