তালেবানের গুলিতে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

তালেবান বিদ্রোহীদের গুলিতে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করা হয়েছে।আফগানিস্তানের পূর্বাঞ্চলে লোগার প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা কর্মকর্তার প্রাণহানির সত্যতা নিশ্চিত করলেও প্রাথমিকভাবে তালেবান গোষ্ঠীর দাবি অস্বীকার করেছে মার্কিন বাহিনী।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে জানান, লোগার প্রদেশের পানগ্রাম অঞ্চলে গুলি করে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করেছে তালেবান বিদ্রোহীরা। এসময় হেলিকপ্টারটি তালেবান যোদ্ধাদের একটি আস্তানায় অভিযান চালানোর চেষ্টা করছিল বলে জানান তিনি।
এ ঘটনার পর আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বুধবার (২০ নভেম্বর) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মার্কিন কর্মকর্তা নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। তবে শত্রুপক্ষের হামলায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়নি বলেই প্রাথমিক তদন্তে দেখা গেছে। মার্কিন সামরিক বিভাগের নীতি অনুসারে প্রাথমিকভাবে নিহতদের নাম প্রকাশ করা হয়নি।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: