ওমিক্রনে প্রথম মৃত্যু যুক্তরাজ্যে

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে বিশ্বে প্রথম প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে। স্থানীয় সময় সোমবার (১৩ ডিসেম্বর) ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এ তথ্য নিশ্চিত করেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া ওমিক্রনে প্রথম একজন মারা গেল ব্রিটেনে।
লন্ডনের একটি টিকাদান ক্লিনিক পরিদর্শনে গিয়ে বরিস জনসন বলেন, দুঃখজনকভাবে ওমিক্রন লোকজনকে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করছে। দেশে ওমিক্রনে আক্রান্ত একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
এর আগে স্থানীয় সময় সোমবার সকালে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ইংল্যান্ডে প্রায় ১০ জন ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরপি/ এমএএইচ-০৬
আপনার মূল্যবান মতামত দিন: