রাজশাহী রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


আমিরাত সফরে আসছেন ইসরাইলি প্রধানমন্ত্রী


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২১ ০৬:৪৭

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ২১:২৩

ফাইল ছবি

সম্পর্ক স্বাভাবিকের পর প্রথমবার সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

রোববার উপসাগরীয় এই দেশটির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতর বিষয়টি নিশ্চিত করলেও আমিরাত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু বলেনি।

এই সফরে দুই দেশের অর্থনৈতিক ও সামরিক খাতে সম্পর্ক জোরদারের আশা করছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। পাশাপাশি ইরানের পারমাণবিক স্থাপনার বিষয়েও আলাপের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত বছর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। এই চার দেশের প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসাবে রোববার আমিরাত সফরে যাচ্ছেন বেনেট।

আরপি/ এমএএইচ-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top