রাজশাহী শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


মার্কিন অস্ত্র ধ্বংসের নির্দেশ দিলো কম্বোডিয়া


প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২১ ১০:৪৫

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ১৫:৪৫

ফাইল ছবি

দেশের সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের নির্মিত সব অস্ত্র ধ্বংস করার নির্দেশ দিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। চীনের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কম্বোডিয়ার ওপর মার্কিন সরকার অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার পর তিনি এই নির্দেশ দিয়েছেন।

হুন সেন বলেছেন, সামরিক বাহিনীর সব ইউনিটকে আমি নির্দেশ দিয়েছি, কম্বোডিয়ার হাতে এ মুহূর্তে যত অস্ত্র ও সামরিক আইটেম আছে তা পর্যালোচনা করতে হবে। এর মধ্যে যদি মার্কিন নির্মিত কোনো অস্ত্র থাকে তবে তা গুদামজাত অথবা ধ্বংস করতে হবে।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দিয়েছেন। কম্বোডিয়ার এই প্রধানমন্ত্রী বলেছেন, দেশের ওপর মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা পরবর্তী প্রজন্মের যারা সরকারের নেতৃত্ব দেবে তাদের জন্য একটি সতর্কবার্তা। যদি তারা স্বাধীন প্রতিরক্ষা খাত পরিচালনা করতে চায় তাহলে তারা যেন মার্কিন অস্ত্র ব্যবহার না করে।

মার্কিন অস্ত্রের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বহু দেশের কাছে মার্কিন অস্ত্র থাকার পরও যুদ্ধে হেরে গেছে। এক্ষেত্রে তিনি আফগানিস্তানের কথা উল্লেখ করেন। পার্সট্যুডে।

 

আরপি/এমএএএইচ-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top