রাজশাহী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


দাড়ি কাটার ওপর তালেবানের নিষেধাজ্ঞা


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৪

আপডেট:
১৮ এপ্রিল ২০২৪ ১৫:৪৬

ফাইল ছবি

নাপিতদের দাড়ি কাটার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তালেবান নেতারা বলছেন, এতে করে তাদের বর্ণিত শরিয়াহ আইনের লঙ্ঘন হয়।

তালেবানের ধর্মীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ এই নিয়ম ভঙ্গ করলে শাস্তি পেতে হবে। কাবুলে কর্মরত কয়েক জন নাপিতও জানিয়েছেন তারাও একই ধরনের নির্দেশনা পেয়েছেন। খবর সিএনএনের

হেরাত প্রদেশের সেলুনগুলোতে টানিয়ে দেওয়া নোটিশে নাপিতদের সতর্ক করে বলা হয়েছে, চুল বা দাড়ি কাটার সময়ে শরিয়াহ আইন অনুসরণ করতে হবে। এতে বলা হয়েছে, এ নিয়ে কারো অভিযোগ করার অধিকার নেই।

কাবুলের এক নাপিত বলেন, 'যোদ্ধারা প্রায়ই আসছে আর আমাদের দাড়ি কাটা বন্ধ করার আদেশ দিচ্ছে। তাদের একজন আমাকে বলেছে তারা আমাদের ধরতে ছদ্মবেশে আসতে পারে।'

তালেবানের প্রথম সরকারের আমলে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে নকশাদার চুল কাটা নিষিদ্ধ করা হয়। আর পুরুষদের দাড়ি রাখতে উৎসাহিত করা হয়। তবে তালেবানের পতনের পর আফগানিস্তানে পুরুষের ক্লিন শেভ জনপ্রিয় হয়ে ওঠে আর বহু আফগান পুরুষ সেলুনে গিয়ে নানা স্টাইলে চুল কাটান।

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top