রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


ভারতে নামছে রিয়েলমির ৩ ফোন

ভারতে নামছে রিয়েলমির ৩ ফোন


প্রকাশিত:
১০ আগস্ট ২০১৯ ০৬:৫৩

আপডেট:
১০ আগস্ট ২০১৯ ০৬:৫৭

ছবি: ইন্টারনেট

২৭ অক্টোবরের আগেই ভারতের বাজারে নতুন তিনটি ফোন আনার ঘোষণা দিয়েছে অপ্পোর সাব-ব্যান্ড রিয়েলমি। যেখানে থাকছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সম্বলিত ফোন। এটি। অন্য দুটি হলো, রিয়েলমি ৫ ও রিয়েলমি ৫ প্রো। ফোনগুলোতে থাকবে কোয়াড (৪ লেন্স) ক্যামেরা সিরিজের সেটআপ। এছাড়াও আল্ট্রা রেজুলেশন, সুপার ওয়াইড অ্যাঙ্গেল, আল্ট্রা ম্যাক্রো ও আল্ট্রা নাইটস্ক্রেপ নামের বিশেষ ক্যামেরা ফিচার থাকছে বলে বৃহস্পতিবার দিল্লীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন রিয়েলমির সিইও মাধব শেঠ।

 

সংবাদ সম্মেলনে  আরও জানানো হয়, ৬৪ মেগাপিক্সেলের সক্ষমতা সম্পর্কে ধারণা দিতে টুইটারে কয়েকটি ছবি প্রকাশ করা হবে। যেটি ভারতের দীপাবলি উৎসবের সময় ফোনটি বাজারে ছাড়া হবে। ৬৪ মেগাপিক্সেলের ফোনটিতে থাকবে স্যামসাংয়ের তৈরি আইএসওসেল ব্রাইট জিডাবলু১ ক্যামেরা সেন্সর।

 

প্রসঙ্গত, গত বুধবার ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা প্রযুক্তি আনার ঘোষণা দেয় শাওমি। তাদের ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা প্রযুক্তিটিও স্যামসাংয়ের আইএসওসেল ব্রাইট জিডাবলু১ ইমেজ সেন্সরের উপর ভিত্তি  তৈরি করা হবে।

সেন্সরটি ৯২৪৮ বাই ৬৯৩৯ পিক্সেল রেজুলেশনে ছবি তুলতে পারবে। এই রেজুলেশনের ছবির আকার ১৯ মেগাবাইট বলেও শাওমির পক্ষ থেকে জানানো হয়।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top