রাজশাহী মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


রামেকে ১৩ দিন ধরে চিকিৎসাধীন স্কুলছাত্র


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০১৯ ০৬:২১

আপডেট:
৪ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৮

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ দিন যাবত হাসিবুল ইসলাম (১০) নামের  এক স্কুলছাত্র চিকিৎসাধীন রয়েছেন । সে  বাঘা উপজেলার গোচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও আড়ানী পৌরসভার গোচর গ্রামের টগর আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ আগষ্ট হাসিবুল জ্বরে আক্রান্ত হলে পরের দিন ২০ আগষ্ট প্রথমে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তাকে মেডিকেলে ভর্তি করার পর ৮ দিন  আইসিইউতে রাখা হয়। দুই জায়গায় পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। সেখানে ২৮ আগষ্ট পর্যন্ত রাখা হয়। অবস্থা ভালো দেখে ২৯ আগষ্ট থেকে তাকে সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে হাসিবুলের ডেঙ্গু আক্রান্তের খবর ছড়িয়ে পড়ায় গোচর গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।  হাবিুলের বাবা একজন দরিদ্র মানুষ হওয়ায়  ছেলেকে হাসাপতালে রেখে চিকিৎসা করাতে বেশ  কষ্ট হচ্ছে। সংসারে একমাত্র রোজগারের ব্যক্তি তিনি। ছেলের জন্য বাড়িতে রাখা একটি গরু বিক্রি করতে হয়েছে তাকে। গরু বিক্রির টাকাও শেষ হয়ে গেছে। পরিবার নিয়ে চলা দায় হয়ে পড়বে বলে জানান হাসিবুলের বাবা টগর আলী।

তবে ছেলের অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন হাসিবুল ইসলামের মা মাবিয়া বেগম।

 

আরপি/আআ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top