রাজশাহী বুধবার, ৯ই অক্টোবর ২০২৪, ২৫শে আশ্বিন ১৪৩১


সাপোজিটরি ব্যবহার করবেন যেভাবে


প্রকাশিত:
২৩ জুলাই ২০২২ ২১:৩৬

আপডেট:
২৩ জুলাই ২০২২ ২১:৪১

ফাইল ছবি

যখন কারও জ্বর বা ব্যথা দ্রুত কমাতে চাই বা কোষ্ঠকাঠিন্য দূর করতে চাই, তখন আমরা সাধারণত সাপোজিটরি ব্যবহার করে থাকি। পায়খানার রাস্তার আশপাশে রক্তনালি বেশি থাকে। ফলে সাপোজিটরি দ্রত রক্তে মিশে কাজ করতে পারে এবং জ্বর বা ব্যথা দ্রুত কমাতে পারে।

আরও পড়ুন: চুল দাড়িতে কলপ ব্যবহারে ইসলামের বিধান

জ্বর সাধারণত ১০২ ডিগ্রির ওপরে না গেলে সাপোজিটোরি দেবেন না।

* প্রথমেই সাপোজিটরি না দিয়ে মুখে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিন। ১ ঘণ্টা পর যদি জ্বর না কমে বরং ১০২ ডিগ্রির বেশি হয়ে যায়, তখন সাপোজিটরি ব্যবহার করুন।

* দিনে তিনটির বেশি সাপোজিটরি ব্যবহার করা উচিত নয়।

জ্বর হলেই ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক না খেয়ে ডাক্তারের পরামর্শ নিন।

আরও পড়ুন: জিম্বাবুয়ে সফরে বাদ পড়লেন ৩ পাণ্ডব, অধিনায়ক সোহান

 

আরপি/এমএএইচ-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top