রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কিশোরের মৃত্যু


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২২ ০৫:২৯

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৩:১২

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে রোববার (২০ নভেম্বর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তার মৃত্যু হয়।

রোববার (২০ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত কিশোরের নাম আকাশ (১৫)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাসিন্দা। গত ১২ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক কিশোরের প্রাণহানি ঘটেছে। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

এছাড়াও ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে বর্তমানে (রোববার সকাল ৯টা পর্যন্ত) চিকিৎসাধীন রয়েছেন ২২ জন রোগী। একদিন আগেও এই রোগে আক্রান্ত রোগী ছিলেন ২১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৫ জন। একই সময়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ জন রোগী।

প্রসঙ্গত, এর আগে সব শেষ গত ১২ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয় রামেক হাসপাতালে। গত ১৪ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হাসপাতালে মোট ডেঙ্গু রোগী মারা গেলেন ছয় জন। 

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top