রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১


২৪ ঘণ্টায় রামেকে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু


প্রকাশিত:
১২ নভেম্বর ২০২২ ২২:৫০

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ১২:৫১

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৯টা থেকে শনিবার (১২ নভেম্বর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

শনিবার (১২ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন— হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন সামেনা (৩৯) ও ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন কামরুল (২৮)। এদের মধ্যে সামেনা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা ও কামরুল পাবনার সুজানগর উপজেলার বাসিন্দা।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। তারা ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকালই (শুক্রবার) হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এছাড়াও ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে বর্তমানে (শনিবার সকাল ৯টা পর্যন্ত) চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন রোগী। একদিন আগেও এই রোগে আক্রান্ত রোগী ছিলেন ১৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১২ জন। একই সময়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ জন রোগী।

প্রসঙ্গত, এর আগে সব শেষ গত ৩ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয় রামেক হাসপাতালে। গত ১৪ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হাসপাতালে মোট ডেঙ্গু রোগী মারা গেলেন পাঁচ জন। 

 

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top