রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


রামেকে ডেঙ্গু আক্রান্ত যুবকের প্রাণহানী


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২২ ০০:৪৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৬:৩০

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তার মৃত্যু হয়। মৃত্যু যুবকের নাম রাকিবুল ইসলাম (২২)। তিনি পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনের প্রাণহানি ঘটেছে। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

এছাড়াও ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে বর্তমানে (বুধবার সকাল ৯টা পর্যন্ত) চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন রোগী। একদিন আগেও এই রোগে আক্রান্ত রোগী ছিলেন ১৮ জনই।

গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৭ জন। একই সময়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬ জন রোগী।

জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৬ জন। আর মারা গেলেন একজন।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top