রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


করোনা সংক্রমণ-উপসর্গে রামেক হাসপাতালে ২ জনের মৃত্যু


প্রকাশিত:
২৫ জুলাই ২০২২ ২১:৫৩

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১২:২৭

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গে ২ জন রোগীর মৃত্যু হয়েছে। করোনার সংক্রমণে মৃত ব্যক্তির নাম ইসলাম উদ্দিন (৫৫)।  করোনা সংক্রমণের উপসর্গ মারা গেছেন আফসার আলী (৭৫) নামের আরেকজন।

আরও পড়ুন: ফুলগাছে কেড়ে নিলো শিশুর প্রাণ

রোববার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে সোমবার (২৫ জুলাই) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

আরও পড়ুন:ভর্তি পরীক্ষা কাল: রাবির সার্বিক প্রস্তুতি সম্পন্ন

এদের মধ্যে ইসলাম উদ্দিন বগুড়ার আদমদিঘী এলাকার বাসিন্দা। ২ দিন আগে করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে আসেন। পরে পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

আরও পড়ুন: বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে বিক্ষোভ ও অবাঞ্চিত ঘোষণা

অন্যদিকে আফসার আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। করোনার উপসর্গ নিয়ে এক দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন।

এর আগে শুক্রবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে রোববার (২৩ জুলাই) সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের এই ইউনিটে ছয়জন মারা গেছেন।

আরও পড়ুন: চেলসিকে হারিয়ে টানা চতুর্থ ম্যাচে জয় পেলো আর্সেনাল

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে একজন এবং সংক্রমণের উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আরএমপি’র অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ৩৩

পরিচালক আরও জানান, ২৪ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ১১ জন রোগী। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩ জন।

করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন। ভর্তি অন্য ৩ জন করোনা নেগেটিভ। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যান একজন রোগী। নতুন করে ভর্তি হয়েছেন একজন।

এর আগে রোববার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে রাজশাহীর ৫০টি নমুনা পরীক্ষায় ৮টিতে করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ১৬ শতাংশ।

 

আরপি/এমএএইচ-০৫

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top