রাজশাহী শুক্রবার, ২রা জানুয়ারী ২০২৬, ১৯শে পৌষ ১৪৩২


দেশে করোনায় আরও এক রোহিঙ্গার মৃত্যু


প্রকাশিত:
২০ এপ্রিল ২০২১ ১৯:০৬

আপডেট:
২ জানুয়ারী ২০২৬ ০৫:৫১

রোহিঙ্গ ক্যাম্প, ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার শিবিরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। মৃত রোহিঙ্গার নাম সুলতান আহমদ (৬৭)। তিনি টেকনাফের শালবাগান আশ্রয়শিবিরের (২৬ নম্বর) বি-৬ ব্লকের বাসিন্দা ছিলেন।

গত রোববার রাতে কক্সবাজার সদর হাসপাতালে ওই রোহিঙ্গার মৃত্যু হলেও তা প্রকাশ পায় সোমবার রাত। এর আগে করোনায় উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে ১০ রোহিঙ্গার মৃত্যু হলেও টেকনাফ শিবিরে এটাই প্রথম মৃত্যু।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আবদুর রহমান চৌধুরী জানান, রোববার রাত ৯টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুলতান আহমদকে মৃত ঘোষণা করেন। সোমবার বিকালে টেকনাফের শালবন আশ্রয়শিবিরে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়।

এর সত্যতা নিশ্চিত করেছেন শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

তিনি বলেন, সুলতান আহমদ গত এক মাস আগে পেটের টিউমারের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাকালে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।

সোমবার রাতে বৃদ্ধের জানাজা ও দাফনের পর করোনায় একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক দেখা দেয়।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top