রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


জিপিএ-৪.৫০ পেয়েও আত্মহত্যা করল বর্ষা


প্রকাশিত:
১ জুন ২০২০ ০২:৪৩

আপডেট:
১ জুন ২০২০ ০২:৪৬

ছবি: মুনতাসিমা রহমান বর্ষা

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫০ পেয়েও আত্মহত্যা করেছে মুনতাসিমা রহমান বর্ষা (১৭)। রবিবার দুপুর একটার দিকে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। বর্ষা সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল মতিন সরকারের মেয়ে।

সে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়ার আশা করেছিল মেধাবী বর্ষা। কিন্তু আশানুরূপ ফল না পাওয়ায় অভিমানে আত্মহত্যা করে সবাইকে কাঁদিয়ে চলে গেলো বর্ষা।

ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, মেধাবী ছাত্রী বর্ষা জিপিএ-৫ পাওয়ার যোগ্য ছিল। হয়ত ২/১ টি বিষয়ে খারাপ পরীক্ষা হওয়ায় এমন অপ্রত্যাশিত ফলাফল। আমরা খুবই ব্যথিত।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্যা সাহেব আলী আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top