এসএসসি-সমমানে উত্তীর্ণদের মেয়র লিটনের অভিনন্দন
২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোববার দুপুর ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপপ্তিতে তিনি এ অভিনন্দন জানান।
বার্তায় মেয়র লিটন বলেন, ‘যেসব শিক্ষার্থীবন্ধুরা ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতীত্বের সাথে উত্তীর্ণ হয়েছ, আমি তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। এ পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দিয়ে তোমরা একাডেমিক শিক্ষা জীবনের আরেকটি ধাপ সফলভাবে সম্পন্ন করেছো। একাডেমিক জীবনের চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য অভিভাবক, শিক্ষক ও শ্রদ্ধেয়জনদের উপদেশ মত নিয়মানুবর্তিতার মধ্যে থেকে তোমরা কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আগামীতে আরও সাফল্য অর্জন করবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: