রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ


প্রকাশিত:
২৮ মে ২০২১ ১৭:৩২

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৪:৫৮

ফাইল ছবি

আগামী বছরের (২০২২ সাল) এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এ সিলেবাস অনুসারে এসএসসি পরীক্ষা হবে ১৫০ দিন পাঠ শেষ এবং এসএসসি হবে ১৮০ দিন পাঠদান শেষে।

শুক্রবার (২৮ মে) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়।

এর আগে বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর পরই সিলেবাস দুটি প্রকাশ করলো ঢাকা বোর্ড।

শিক্ষামন্ত্রী জানান, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্যও সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৫০ দিনে শেষ করার মত করে এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১৮০ দিনে শেষ করার মত করে এ সিলেবাস তৈরি করা হয়েছে।

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top