রাজশাহী রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২


দাবি না মানায় ফের অনশন শুরুর ঘোষণা ননএমপিও শিক্ষকদের


প্রকাশিত:
২১ অক্টোবর ২০১৯ ২১:৩৫

আপডেট:
২৭ এপ্রিল ২০২৫ ০৯:০৬

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা:দীপু মনির সঙ্গে আন্দোলনরত ননএমপিও শিক্ষক নেতাদের আলোচনায় দাবি পূরণের কোনও আশ্বাস মেলেনি। তাই আজ সোমবার থেকে অনশন শুরুর ঘোষণা দিয়েছেন ননএমপিও শিক্ষক-কর্মচারী নেতারা।খবর যুগান্তর

রবিবার রাতে ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ও সাধারণ সম্পাদক ড. বিনয় ভুষন তাদের এই কর্মসূচির কথা জানান। রাত আটটায় রাজধানীর সেগুন বাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈঠক শুরু হয়। বৈককে শিক্ষক নেতারা এমপিও নীতিমালার বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে তা পরিবর্তন করে এমপিওভুক্ত করার দাবি জানান।

শিক্ষামন্ত্রী বলেন, স্বীকৃতি দেয়ার মানে এই নয় যে এমপিওভুক্ত করতে হবে। স্বীকৃতির সঙ্গে এমপিওর কোনও সম্পর্ক নেই। স্বীকৃতি দেয়ার মানে হলো, পাঠদান করার যোগ্যতা থাকার স্বীকৃতি।

মন্ত্রী আরো বলেন, এখন থেকে প্রতিবছরই এমপিওভুক্ত করা হবে। এবার যে তালিকাটা করা হয়েছে তা প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন এবং নীতিমালা অনুযায়ী করা হয়েছে। এটা এখন আর বদলানো যাচ্ছেনা।

একযোগে ৫ হাজার ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গত ১৫ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top