রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


স্কুলে শিক্ষার্থীদের অগ্রিম বেতন নিতে মাউশি’র না


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৩ ১৪:৪৪

আপডেট:
২ মে ২০২৪ ১৮:৩৩

ফাইল ছবি

স্কুলে শিক্ষার্থীদের কাছে থেকে অগ্রিম বেতন নেওয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

এতে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক/সমমানের সকল শেণির বার্ষিক পরীক্ষা/মূল্যায়ন নভেম্বর মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ অজুহাতে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনসহ অন্যান্য পাওনা শিক্ষার্থীদের কাছ থেকে একসঙ্গে অগ্রিম আদায়ের নোটিশ দেওয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

নির্দেশনায় আরও বলা হয়, সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বেতনসহ অন্যান্য পাওনাদি স্ব স্ব মাসেই নিতে হবে। একসঙ্গে একাধিক মাসের পাওনাদি অগ্রিম নেওয়া যাবে না।

বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে মাউশি।

 

 

আরপি/এসআর-০৫


বিষয়: মাউশি


আপনার মূল্যবান মতামত দিন:

Top