রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


রাজশাহীতে পুনঃনিরীক্ষণে পাস করল ২৪ অকৃতকার্য শিক্ষার্থী


প্রকাশিত:
১১ মার্চ ২০২৩ ১০:২২

আপডেট:
১১ মার্চ ২০২৩ ১১:০৭

ফাইল ছবি

চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে অনুষ্ঠেয় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য ২৪ শিক্ষার্থী পাস করেছেন। এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে তাদের ফল পরিবর্তন হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ৪২ হাজার ৭৪৬টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। বিভিন্ন কলেজের মোট ১৩ হাজার ৯১৪ জন শিক্ষার্থী এই আবেদন করেন। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার্থীদের ফল পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ ছিল।

এদের মধ্যে পুনঃনিরীক্ষণে ৮৬ জন শিক্ষার্থীর ফলে পরিবর্তন এসেছে। তবে এইচএসসি পরীক্ষায় বোর্ডে ফেল থেকে কেউ জিপিএ-৫ পাওয়ার ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি চলতি আসরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এ বছর রাজশাহী বোর্ডে পাশের হার ছিল ৮১ দশমিক ৬০ শতাংশ। চলতি বছর অংশ নেওয়া এক লাখ ২৯ হাজার ৪২৩ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ৩ হাজার ৩৮৫ শিক্ষার্থী।

আর জিপিএ-৫ পায় ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। তবে নতুন করে পাস করলেন আরও ২৪ জন শিক্ষার্থী।

 

আরপি/এসআর-১১


বিষয়: এইচএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

Top