রাজশাহী সোমবার, ৪ঠা নভেম্বর ২০২৪, ২০শে কার্তিক ১৪৩১


আরও এক কলেজের নিয়োগ-পদোন্নতিতে নিষেধাজ্ঞা


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২১ ১০:০৪

আপডেট:
৪ নভেম্বর ২০২৪ ০০:৩৮

ফাইল ছবি

সরকারিকরণের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ার ধারাবাশাইল শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের নিয়োগ-পদোন্নতি ও সম্পত্তি হস্তান্তরের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

বুধবার (২২ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) থেকে কলেজ অধ্যক্ষকে বিষয়টি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

কলেজটির নিয়োগ-পদোন্নতি ও সম্পত্তি হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কলেজটি সরকারিকরণের বিষয়ে পরিদর্শন প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়েছে শিক্ষা অধিদফতরকে।

সহকারি পরিচালক (কলেজ-১) লোকমান হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে-সরকারিকরণের লক্ষ্যে শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়, ধারাবাশাইল, কোটালীপাড়া, গোপালগঞ্জ- এর নিয়োগ, পদোন্নতি, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর এবং (প্রাতিষ্ঠানিক দৈনন্দিন কার্য সম্পাদনের ব্যয় ব্যতিত) নগদ ও ব্যাংকে সংরক্ষিত অর্থ ব্যয়ের ওপর চলতি বছরের ২৮ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হলো এবং প্রতিষ্ঠান প্রধানকে পরিদর্শনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরপি/ এমএএইচ-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top