রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


৪২তম বিসিএস ভাইভার সময় নির্ধারণ


প্রকাশিত:
৩১ মে ২০২১ ২২:০৬

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৭:০১

ফাইল ছবি

দুই হাজার সহকারী সার্জন নিয়োগের ৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হবে আগামী ৬ জুন।

সোমবার (৩১মে) বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২৯ মার্চ। ২০০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। আবেদন জমা পড়েছিল ৩১ হাজারের বেশি। ভাইভা হবে ১০০ নম্বরের।

গত বছরের ৩০ নভেম্বর ৪২তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। একই দিন ৪৩তম সাধারণ বিসিএসেরও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

এরআগে ২৩ মে থেকে এই ভাইভা শুরু হওয়ার কথা জানিয়েছিল পিএসসি। তবে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারি বিধিনিষেধের কারণে সেটি স্থগিত করা হয়। 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top