রাবিতে ‘ড. জোহা: ছাত্র-শিক্ষক সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভা কাল

উনিশো উনসত্তরের প্রথম শহীদ ড. শামসুজ্জোহার স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ড. জোহা: ছাত্র-শিক্ষক সম্প্রীতি’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামীকাল (বুধবার) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের (তৃতীয় বিজ্ঞান) ১৫০ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভাটির আয়োজন করছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম খান, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক সুলতান-উল-ইসলাম, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আহমেদ সফিউদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক মামুন আব্দুল কাইয়ুম প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান ও সদস্য রাজিয়া সুলতানা পারুলের স লনায় সভায় সভাপতিত্ব করবেন রাবিসাসের সভাপতি শাহীন আলম। আলোচনা সভায় সার্বিক সহযোগীতা করছে আম সরবরাহকারী প্রতিষ্ঠান ‘হ্যালো রাজশাহী ম্যাংগো।’
আরপি/ এসআই-১৮
আপনার মূল্যবান মতামত দিন: