রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


রাবিতে ভালোবাসা দিবসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২১ ০২:৩৫

আপডেট:
৪ মে ২০২৪ ২৩:৫০

ছবি: সংগৃহীত

বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। এছাড়া সন্ধ্যা ৬টার মধ্যে সবাইকে ক্যাম্পাস ত্যাগ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে রাবিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিন সব ধরনের অনুষ্ঠান ও জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া চা, ফুল, পিঠাসহ কোনো ধরনের দোকান করা যাবে না।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান আরও বলেন, নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে শিক্ষার্থীরা চাইলে পরিচয়পত্র (আইডি) দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।

আরপি/ এসআই-১৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top