বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাজশাহী কলেজ ইউনিটের অফিস উদ্বোধন

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাজশাহী কলেজ ইউনিটের নিজস্ব অফিসের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর ১২ টার দিকে কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনে অফিস রুমের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাজশাহী জেলা ও রাজশাহী কলেজ ইউনিটের সভাপতি প্রফেসর মহা. হবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাজশাহী কলেজ ইউনিটের সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ নাফিজ, সম্পাদক আনিসুজ্জামান মানিক, রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির প্রাক্তন যুগ্ম মহাসচিব প্রফেসর মোঃ হাবিবুর রহমান, রাজশাহী জেলা ইউনিটের যুগ্ম সম্পাদক মোঃ তানভিরুল হক, রাজশাহী কলেজ ইউনিটের সম্পাদক মোঃ মিজানুল ইসলাম।
এ সময় আরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ইতিহাস বিভাগের প্রধান ড. ইলিয়াস উদ্দীন, সমাজকর্ম বিভাগের প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, প্রাক্তন সাংগঠনিক সম্পাদক জিয়া আরেফিন আজাদ, সহ-সম্পাদক ড. শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম আনসারী, টিটি কলেজের সহযোগি অধ্যাপক ড. মোঃ শহনাওয়াজ আব্দুল কাদের জিলানী, শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সদস্য আব্দুল মালেক, মোস্তফা নাসিরুল আজম, মোঃ মিজানুর রহমান, এন্তাজ আলী, আব্দুস সালাম বারিক মৃধাসহ কলেজ ইউনিটের সদস্যবৃন্দ। এসময় দেশের সামগ্রিক শিক্ষার মান উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গিকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
আরপি / এমবি-১৩
বিষয়: রাজশাহী কলেজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি অফিস উদ্বোধন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাজশাহী কলেজ ইউনিটের অফিস উদ্বোধন
আপনার মূল্যবান মতামত দিন: