ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কাল
 
                                ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রোববার দুপুর ১টায় প্রকাশ করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়র প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নম্বর-২১৪) আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২১ সেপ্টেম্বর ‘খ’ ইউনিটর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৫ হাজার ১৮ জন। প্রতিটি আসনে লড়েছেন ১৯ শিক্ষার্থী।
আরপি/এসআর

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: