শিক্ষক-কর্মচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন রাজশাহী কলেজ অধ্যক্ষ
শিক্ষক-কর্মচারীদেরকে স্বহস্তে ফুল দিয়ে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। আজ শনিবার (০২ জানুয়ারি, ২০২০) বেলা সাড়ে ১০ টার দিকে কলেজের ফুলার ভবনের সামনে তিনি প্রত্যেককে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে অধ্যক্ষের সঙ্গে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, প্রত্যেক বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক ও কলেজ কর্মচারী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষক পরিষদের নেতারাসহ বিভিন্ন বিভাগ ও কর্মচারী পরিষদের সদস্যরা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে অধ্যক্ষ বলেন, রাজশাহী কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে নিরলস পরিশ্রম করতে হবে। প্রয়োজনে নিজেকে ক্লাসের জন্য প্রস্তুত করে সময় মতো উপস্থিত হতে হবে। কলেজের সৌন্দর্য বিষয়ে তিনি বলেন, আর কলেজে সৌন্দর্য ধরে রাখার দ্বায়িত্ব আমাদের সবার। রাজশাহী কলেজ থেকেই শিক্ষার্থীরা যেনো নীতি-নৈতিকতা ও মূল্যবোধ শিখে যেতে পারে। শুভেচ্ছা বিনিময় শেষে শীতকালীন পিঠা ভোজের আয়োজন করে কলেজ প্রশাসন।
আরপি / এমবি-৩
বিষয়: রাজশাহী কলেজ শিক্ষক-কর্মচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান
আপনার মূল্যবান মতামত দিন: