শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির বিনম্র শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবসে ঘাতকদের হাতে শহীদ দেশের সূর্যসন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) নেতৃবৃন্দ। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী কলেজ শহীদ মিনারে এ শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, পৃষ্ঠপোষক ও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, সংগঠনের উপদেষ্টা বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, আরসিআরইউ’র সভাপতি এম ওবাইদুল্লাহ, সাধারণ সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাদিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক মাহাবুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক রুকাইয়া মীম, নির্বাহী সদস্য আবু সাঈদ রনি প্রমুখ।
আরপি/ এমআই
বিষয়: আরসিআরইউ
আপনার মূল্যবান মতামত দিন: