গলায় ফাঁস দিয়ে রাজশাহী কলেজছাত্রীর আত্মহত্যা

রাজশাহী কলেজের শিক্ষার্থী মৌসুমি খাতুনের (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে মৌসুমি আত্মহত্যা করেছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালির সোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৌসুমি ওই এলাকার মৃত আক্কাস আলীর মেয়ে। এছাড়া তিনি রাজশাহী কলেজের বাংলা বিভাগের মাস্টার্স শেষবর্ষের শিক্ষার্থী।
ওই শিক্ষার্থীর মা পিয়ারজান জানান, মৌসুমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। সকালে তিনি জমিতে মরিচ তুলতে যান। বাড়িতে এসে দেখেন মৌসুমি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশে খবর দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে কাটাখালি থানার এসআই মতিউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৌসুমি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আরপি/এসআর
বিষয়: রাজশাহী কলেজ আত্মহত্যা
আপনার মূল্যবান মতামত দিন: