সাংবাদিককে হুমকি: রাবির দুই ছাত্রলীগ নেতাকে বহিস্কার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত এক সাংবাদিককে হুমকি দেওয়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খায় জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদেরকে বহিস্কার করা হয়। রোববার (২৯ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তিটি জারি হয়।
বহিস্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. আব্দুল হক ও উপ মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আবু হাশেম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিকের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। এ বহিস্কারের আবেদন করেছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: