রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশের দাবিতে রাজশাহীতে মানববন্ধন


প্রকাশিত:
২২ অক্টোবর ২০২০ ২১:২৯

আপডেট:
২২ অক্টোবর ২০২০ ২৩:১১

শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: রাজশাহী পোস্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের ফল ঘোষণাসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীভূক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম, ইশরাত জাহান, পলাশ হোসেন, নিউ গভঃ ডিগ্রি কলেজের রেজাউল ইসলাম, বাগমারার ভবানীগঞ্জ কলেজের মুক্তি রাণী, রাজশাহী সরকারী মহিলা কলেজের মনিকা, নাটোর এনএস কলেজের শিক্ষার্থী আলমগীর হোসেন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা জানান, এখন পর্যন্ত কোনো ফলাফল ঘোষণা না হওয়ায় তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন। ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত। এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

তারা দাবি করেন, ১ মাসের মধ্যে ফলাফল ঘোষণা, চলমান ৫টি পরীক্ষার খাতা মূল্যায়ন ও ইনকোর্সের মাধ্যমে স্থগিত পরীক্ষাসমূহের ফলাফল ঘোষণা, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও অনার্স পাসের সকল চাকরীতে আবেদনের সুযোগ, মৌখিক ও বিজ্ঞান বিভাগের প্র্যাকটিক্যাল পরীক্ষার বিশেষ গড় পদ্ধতি অনুসরণ, অসন্তোষজনক ফলাফলকারীদের পুনরায় পরীক্ষায় সুযোগ দিতে হবে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top