রাবি তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা তরুণ কলাম লেখক ফোরামের নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৮ টায় জুম এ্যাপসের মাধ্যমে ভার্চুয়াল এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
ফোরামের সভাপতি কাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুলতান মাহমুদ রানা। এসময় বিশেষ অতিথি ছিলেন দৈনিক বণিকবার্তার সহ-সম্পাদক, লেখক ও অনুবাদক সাবিদিন ইব্রাহিম, ডেইলি স্টার প্রকাশনীর কো কনভেনর, কবি ও গবেষক ইমরান মাহফুজ এবং তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি জাহানুর ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা তরুণ লেখকদের সৃজনশীলতা বিকাশে নানা পরামর্শসহ একজন লেখকের করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এদিকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে নবীণ শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, লোকগান এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে তিন ঘন্টাব্যাপী অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য মাহমুদুল হাসান।
ভার্চুয়াল এ নবীণবরণে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আরপি/এসকে
আপনার মূল্যবান মতামত দিন: