রাজশাহী শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪, ২৩শে অগ্রহায়ণ ১৪৩১


বাগমারা বেলঘরিয়াহাট মাদ্রাসায় মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ


প্রকাশিত:
১ অক্টোবর ২০২০ ১৫:৩২

আপডেট:
১ অক্টোবর ২০২০ ১৫:৪১

মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ

রাজশাহীর বাগমারা বেলঘরিয়াহাট ফাযিল ( ডিগ্রি) মাদ্রাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে মাদ্রাসা চত্বরে কাজু বাদামের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করা হয়। 

এতে ফলদ, বনজসহ মোট ১০০টি বৃক্ষ মাদ্রাসা চত্বরে রোপণ করা হয়েছে। এর আগে, সকল শিক্ষক , কর্মচারীদের নিয়ে মাদ্রাসার উন্নয়নকল্পে মত বিনিময় সভা করেন প্রতিষ্ঠানের প্রধানরা। পরে সভা শেষে বৃক্ষরোপণে যোগদেন শিক্ষক স্টাফসহ কর্মচারীরা। 

মাদ্রাসা অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও গভর্নিং বডির সভাপতি আহসান হাবিব।

এছাড়াও বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা হুরমতুল্যা মন্ডল, সহ সভাপতি আকবর আলী, সদস্য সৈয়দ আলী খামারু, শহীদুল্লাহ্, হাবিবুর রহমান, উপাধ্যক্ষ ইসমাইল আলম ছিলেন। 

 

আরপি / এমবি-১

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top