মান্দায় রাজশাহী কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ

নওগাঁর মান্দায় রাজশাহী কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী কুসুম্বা শাহী মসজিদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ।
এরই ধারাবাহিকতায় কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছে রাজশাহী কলেজ ছাত্রলীগ। পাশা-পাশি রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সম্পাদক নাইমুল হাসান নাঈমের নির্দেশনায় মান্দায় বৃক্ষরোপণ করেন সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন টিপু।এ সময় আম, কাঠাল, জলপাই,মেহগনি ও নিম গাছসহ ২০ টি গাছ লাগিয়েছেন ছাত্রলীগ।
বৃক্ষরোপণ কালে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রলীগের কর্মী সোহেল রানা, রাসেল রানা, ইলিয়াস প্রমানিক, হবিবুর রহমান, সিরাজুল ইসলাম, মানিকুল ইসলাম, জয়নাল আবেদিন,জুয়েল রানা, মান্দা উপজেলা ছাত্রলীগের শাহিনুর রহমান, ফিরোজ, জুয়েল রানা, উত্তরা কলেজ ছাত্রলীগের বিপুল হোসেন, ইমন হোসেন, মান্দা কলেজ ছাত্রলীগ রুহুল আমিন, আই এইচ টি কলেজ ছাত্রলীগ কর্মী মেশারফ হোসেন উপস্থিত ছিলেন।
আরপি / এমবি-৭
বিষয়: মান্দায় রাজশাহী কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ রাজশাহী কলেজ ছাত্রলীগ রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম সম্পাদক নাইমুল হাসান নাঈম
আপনার মূল্যবান মতামত দিন: