রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


করোনা উপসর্গে রাবির ইমেরিটাস অধ্যাপক ফকরুল ইসলামের মৃত্যু


প্রকাশিত:
৩ জুলাই ২০২০ ০৩:৫২

আপডেট:
৩ জুলাই ২০২০ ০৩:৫৫

অবসরপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ফকরুল ইসলাম (৮৬)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ফকরুল ইসলাম (৮৬) আর নেই। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিনি মৃত্যুবরণ করেন।

ড. ফকরুল ইসলাম রাবির ফলিত রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। তার বাড়ি রাজশাহী নগরীর কাজিহাটা এলাকায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাবি ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, আজ দুপুর ১টার দিকে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করোনা উপসর্গ দেখা দিলে করোনা ওয়ার্ডে তাকে রাখা হয়। তবে তার করোনা পরীক্ষার আগেই তিনি মৃত্যুবরণ করেন। এই মহান শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং রূহের মাগফিরাত কামনা করেন তিনি। এছাড়াও মরদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

আরপি/ এএন-৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top