রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাবি শিক্ষকদের কর্মসূচি


প্রকাশিত:
২৩ জুন ২০২০ ০০:০১

আপডেট:
২৩ জুন ২০২০ ০০:০৬

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা।

আজ সোমবার (২২ জুন) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের 'সাবাস বাংলাদেশ' চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

আধাঘণ্টার নীরব কর্মসূচিতে শিক্ষকেরা প্ল্যাকার্ড হাতে তাদের দাবি তুলে ধরেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর, সকল গ্রেপ্তারকৃতদের মুক্তি দাও, বাক স্বাধীনতা ফিরিয়ে দাও।’

এতে বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আ-আল মামুন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক এস এম শফিউজ্জামান, সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলি আহমেদ নিশান অংশ নেন।

উল্লেখ্য, 'বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক' এর আয়োজনে সারা দেশব্যাপী কর্মসূচির আওতায় রাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

 

আরপি/এমএএইচ-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top