রাজশাহী কলেজ অধ্যক্ষের পিয়নের করোনা নেগেটিভ
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের পিয়ন সাদেকুল ইসলামের (৪৫) করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার (১১ জুন) অধ্যক্ষ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে গত সোমবার (৮ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন সাদেকুল ইসলাম। পরে রামেকের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে করোনা আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের জন্য নির্ধারিত রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে পাঠান। সেদিনই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। বৃস্পতিবার প্রাপ্ত ফলাফলে তা নেগেটিভ বলে জানা গেছে।
এ বিষয়ে কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিসুজ্জামান মানিক বলেন, অধ্যক্ষ স্যারের পিয়ন সাদেকুল ইসলামের করোনা নেগেটিভ। শ্বাসকষ্ট নেই, হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে। সাদেকুলের সাথে কথা হয়েছে। সে বাড়িতে ফিরেছে। তাকে ফোন করে বিরক্ত না করার অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান বলেন, সে পুরোপুরি সুস্থ্য আছে। তার করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে। তিনি আরো বলেন, করোনা থেকে বাঁচতে হলে ব্যক্তির দৈহিক শক্তির পাশাপাশি মানসিক শক্তির প্রয়োজন। কিন্তু বিভিন্নভাবে ভুল তথ্য প্রচারের মাধ্যমে অনেকের মানসিক শক্তিকে নষ্ট করা হচ্ছে। সাদিকুলের ক্ষেত্রেও সেটি হয়েছে।
তিনি গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানান। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে ভুল তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান।
আরপি/ এএন-২
আপনার মূল্যবান মতামত দিন: