রাজশাহী শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪, ২৩শে অগ্রহায়ণ ১৪৩১


ভাঙ্গা রাস্তা সংস্কার করলেন রাবি ছাত্রলীগ নেতা


প্রকাশিত:
১২ জুন ২০২০ ০২:০৫

আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ১১:৪২

ভাঙ্গা রাস্তা সংস্কার করছেন রাবি ছাত্রলীগ নেতা

রাজশাহী শহরের সঙ্গে পবা উপজেলার সংযোগ সড়কটির পারিলা সিডির মোড় এলাকায় দীর্ঘ দিন ধরে বিকল হয়ে পড়েছিল। বৃহস্পতিবার (১১ জুন) সকালে বৃষ্টি হওয়ায় রাস্তার ঐ অংশটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। চলাচলে চরম দুর্ভোগ পৌহাতে হয় জনসাধারণকে।

এমতাবস্থায় সাধারণ মানুষের চলাচলের কথা চিন্তা করে রাস্তাটি সংস্কারে এগিয়ে আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে স্থানীয় ছাত্রলীগের কিছু নেতাকর্মীদের সহযোগিতায় রাস্তাটি সংস্কার করেন তিনি।

আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে বর্তমানে চলাচল উপযোগী হয়েছে রাস্তাটি। রাস্তা সংস্কার করায় এলাকাবাসী রাবি ছাত্রলীগের এই নেতাকে সাধুবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জানতে চাইলে ছাত্রলীগ নেতা মামুন বলেন, বৃষ্টির পরে রাস্তা খারাপ হওয়ায় বেশ কিছু দুর্ঘটনার শিকার হয় মানুষজন। এলাকার মানুষের কথা চিন্তা করে রাস্তাটি সংস্কার করার সিদ্ধান্ত নেয়, পরবর্তীতে স্থানীয় ছাত্রলীগের বেশকিছু নেতা কর্মী এগিয়ে আসেন।

 

আরপি/এমএইচ-৭


বিষয়: ছাত্রলীগ


আপনার মূল্যবান মতামত দিন:

Top