করোনায় ক্ষতিগ্রস্ত দোকানিদের পাশে রাবির ‘স্টুডেন্টস এমিরিটি’

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দোকানদারদের আর্থিক সহায়তা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলের সাবেক শিক্ষার্থীরা। মাদার বখস হল ও পাশের স্টেশন বাজার এলাকার ৫০টির বেশি দোকানদারের হাতে নগদ টাকা ও খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
আজ রবিবার (৭ জুন) সকাল ১০টায় হল গেটে ‘স্টুডেন্টস এমিরিটি, মাদার বখস হল’র ব্যানারে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
মাদার বখস হলের সাবেক শিক্ষার্থীরা জানান, ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর ক্যাম্পাসের দোকানদাররা চরম সংকটে পড়েছেন। দোকান বন্ধ থাকায় পরিবারের সদস্যদের ভরনপোষণে হিমশিম খাচ্ছেন ক্ষুদ্র এ ব্যবসায়ীরা।
আরপি/এমএএইচ-১১
আপনার মূল্যবান মতামত দিন: