রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


করোনা উপসর্গ নিয়ে চবি শিক্ষকের মৃত্যু


প্রকাশিত:
৩১ মে ২০২০ ২৩:২৭

আপডেট:
৩১ মে ২০২০ ২৩:২৮

ছবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপিকা সাবরিনা ইসলাম সুইটি

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আধুনিক ভাষা ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপিকা সাবরিনা ইসলাম সুইটি মৃত্যুবরণ করেছেন। শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সুইটি কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার রাত দশটার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে মেট্রোপলিটন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তবে এসময় আইসিইউ’র প্রয়োজন ছিল তার। কোথাও আইসিইউ শয্যা খালি না থাকায় অবশেষে রাত ২টা ৪৫ মিনিটে  শ্বাসকষ্ট নিয়েই মারা যান তিনি।

তার বাসা চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। সেখানেই পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোহাম্মদ আবু তৈয়ব মৃত্যুবরণ করেন। তিনিও ডায়াবেটিসের পাশাপাশি জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন।

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top