আবারও দেশ সেরা রাজশাহী

আবারও দেশ সেরা ফলাফল করেছে রাজশাহী শিক্ষাবোর্ড। এ শিক্ষাবোর্ডে এবছর পাসের হার ৯০ দশমিক ৩৭। অবশ্য জিপিএ-৫ এবং পাশের হারে মেয়েরাই এগিয়ে আছে।
আর রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবছর এসএসসি পরীক্ষায় ফলাফলের দিক থেকে দেশসেরা রাজশাহী শিক্ষাবোর্ড। এবার পাশের হার একটু কমলেও বেড়েছে জিপিএ এর হার। এমন ফলাফলে আমরা খুশি।
ঘেষিত ফলাফল থেকে জানা গেছে, এবছর জিপিএ ৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন। গত বছর পাশের হার ছিলো ৯১ দশমিক ৬৪ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছিল ২২ হাজার ৬৯০ জন।
প্রসঙ্গত, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ১ হাজার ৮৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৪২৩ জন। আর ছাত্রী ৯৬ হাজার ৬৬৩ জন। বিভাগের আট জেলায় এবার ২৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরপি/আআ
বিষয়: দেশ সেরা রাজশাহী এসএসসি পরীক্ষা ফলাফল
আপনার মূল্যবান মতামত দিন: